ক্যাটের চ্যাপ্টার ক্লোজড, রণবীরের জীবনে নতুন প্রেম

ক্যাটরিনা কইফের চ্যাপ্টার ক্লোজ্‌ড। রণবীর কপূরের জীবনে চলে এল ‘নিউ লভ’! অবাক হচ্ছেন তো?

ক্যাট সুন্দরীর সঙ্গে রণবীরের নতুন প্রেমিকার কোনও মিল নেই ঠিকই। কিন্তু ক্যাটের থেকে তাঁকে কোনও অংশে কম ভালবাসেন না রণবীর। নায়কের ‘নিউ লভ’ একটি নীল রেঞ্জ রোভার গাড়ি। হুম ঠিকই পড়ছেন। বিরহে নিজেকে একটি গাড়ি গিফট করলেন তিনি।

কয়েক মাস আগেই একটি সাদা অডি এ-এইট গাড়ি কিনেছিলেন রণবীর। আগে থেকেই তাঁর কালেকশনে একটি লাল অডি এ-এইট, মার্সিডিজ বেঞ্জ জি সিক্সটি থ্রি এবং একটি রেঞ্জ রোভার ছিলই।

তবুও মুম্বাইতে এখন এই নতুন গাড়িটি নিয়ে ঘুরছেন তিনি। এমনিতে ‘কার লাভার’ রণবীর নতুন নতুন গাড়ি কিনতে পছন্দ করেন। কিন্তু তাঁর এই নীল রেঞ্জ রোভার গাড়িটি কেনার কারণ হিসেবে অনেকেই ব্রেক-আপ জল্পনাকে সামনে আনছেন।

বি-টাউনের একটা বড় অংশের মতে, বিরহের দুঃখ ভুলতেই নিজের জন্য এই বিলাসবহুল গাড়িটি কিনেছেন রণবীর।



মন্তব্য চালু নেই