ক্যাটরিনাকে ভুলতে পারেননি সালমান খান!

তার জন্য রোমানিয়া ছেড়ে মুম্বাইয়ে এসেছিলে ইউলিয়া ভান্টুর। কিন্তু সেদিকে বিশেষ মন নেই দাবাং খানের। তাহলে কি সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফকে এখনও ভুলতে পারেননি সাল্লু মিয়া?‌ ‘‌কফি উইথ করণ’‌ অনুষ্ঠানে সালমানকে দেখার পর সকলের মুখে এখন একটাই প্রশ্ন।

ভাই আরবাজ খান এবং সোহেল খানের সঙ্গে পরিচালক করণ জোহরের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের ভাইজান। সেখানে সারাক্ষণ ক্যাটরিনার প্রশংসা করতেই দেখা গিয়েছে তাকে। সোহেলকে ‌এই প্রজন্মের সেরা পাঁচ নায়িকার নাম বলতে বলেন করণ। কিন্তু সোহেলকে বলার সুযোগ না দিয়ে সালমানই উত্তর দিয়ে দেন।

সালমান বলেন, ‘‌এক ‌থেকে চার পর্যন্ত ক্যাটরিনার নাম বসিয়ে দাও।’ হাসি থামাতে পারেননি করণ জোহর। কোনও রকমে বলেন, ‌‘এত উৎসাহিত! তোমাকে তো প্রশ্ন করিনি!’ তাতে কান দেননি সালমান। বরং ‌‘শীলা কি জওয়ানি’ গানে ক্যাটরিনার মতো করে নেচে দেখিয়েছেন।

২০১০ সালে সালমান-ক্যাটরিনার বিচ্ছেদ হয়। তারপর রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক থাকাকালীন সালমানের নামও মুখে তুলতেন না ক্যাটরিনা। ঠিক উল্টোটা ঘটেছে সালমানের সঙ্গে। প্রায়শই ক্যাটরিনাকে নিয়ে মন্তব্য করেই চলেছেন সাল্লু ভাই।



মন্তব্য চালু নেই