কৌশলে পান ঝলমলে চুল

চুলের চমকে চোখ ঝলসাতে কে না চাই? আপন জনের মনকে দোলা দিতে ঘন-কালো রেশমি চুলের জুড়ি নেই। ফ্যাশন সচেতন মেয়েরা ত্বকের পরেই চুলের যত্নে সোচ্চার থাকেন। তাই চুলকে সুন্দর করতে কোনো প্রচেষ্টায় বাদ যায় না। অনেকে আবার চুল সিল্কি করতে নানা রকম কেমিক্যাল ব্যবহার করেন। এসব কেমিক্যালে বেশিরভাগ সময় পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা থাকে। তাই আসুন পার্শ্বপ্রতিক্রিয়াহীন প্রাকৃতিক উপায়ে চুল সিল্কি করার উপায় শিখে নেয়া যাক।

চায়ের লিকার

চুল যেমনি হোক না কেন- তৈলাক্ত, শুষ্ক বা স্বাভাবিক সব চুলের জন্যই চায়ের লিকার মানিয়ে যায় খুব সহজে। চায়ের লিকারে চুলের চর্চায় দুই কাপ পানির মধ্যে ৬ টেবিল চামচ ফ্রেশ চা পাতা দিতে হবে। এবার তা অল্প আঁচে চুলায় ফুটতে হবে লিকার ঘন হওয়া পর্যন্ত। দুই কাপ পানি কমে এক কাপে আসলে নামিয়ে ছেকে নিন। এবার লিকারটি শ্যাম্পু করার পর ভেজা চুলে ভালো করে মাখুন। ৫ মিনিট পর সাধারণ পানিতে ধুয়ে ফেলুন। পরিবর্তনটা নিজেই টের পাবেন।

ভিনেগারে চুল সিল্কি

আধা কাপ ভিনেগার এক মগ পানিতে মিশিয়ে নিন। এবার শ্যাম্পু করার পর ভিনেগার মেশানো পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। মিনিট পাঁচেক পর আবার একটু স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে নিন। চুল শুকিয়ে গেলেই পাবেন ঝলমলে চুল।

বেকিং সোডায় ঝলমলে চুল

নিষ্প্রাণ চুলকে ঝলমলে করে তুলতে বেকিং সোডা অনন্য ভূমিকা পালন করে। এক্ষেত্রে এ কাপ হালকা গরম পানির সঙ্গে ১ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। শ্যাম্পু করা ভেজা চুলে এই মিশ্রণ লাগিয়ে অপেক্ষা করুন ৫ মিনিট। এবার ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে নিন। শুকানো চুলের চমক দেখে নিজেই অবাক হবেন!



মন্তব্য চালু নেই