শিশু সেতুমনি উদ্ধার

কৌশলে ডেকে এনে অপহরণকারীকে আটক

রংপুর থেকে চারদিন আগে অপহরণের শিকার শিশু সেতু মনিকে (সাড়ে ৪ বছর) বগুড়ার শেরপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের বিরইল এলাকায় একটি হোটেলে কৌশলে ডেকে আনা হয় অপহরণকারীদের। পরে পুলিশ সেখান থেকে নারীসহ দুজনকে আটক করে।

আটককৃতরা হলেন- রংপুরের পীরগাছা উপজেলার মাসুয়াপাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে আলমাস হোসেন (৩৫) ও পাবনার আটঘরিয়া উপজেলার চণ্ডিবাসা গ্রামের সোলায়মানের মেয়ে সাবিনা(২৫)।

উদ্ধার হওয়া সেতুমনি রংপুরের পীরগাছা উপজেলার মল্লিকপাড়ার জনৈক ব্যক্তির মেয়ে।

পুলিশ জানায়, আত্মীয়তার সূত্র ধরে গত ১৩ অক্টোবর পীরগাছার মল্লিকপাড়া থেকে সেতুমনিকে কৌশলে অপহরণ করা হয়। পরদিন ১৪ অক্টোবর এ ব্যাপারে পীরগাছা থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর সেতুর স্বজন ও পুলিশ মিলে শুরু হয় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি।

একপর্যায়ে অপহরণে জড়িত থাকা আলমাসের ছোট ভাইয়ের মাধ্যমে মোবাইলফোনে তার সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর কৌশলে আলমাসকে শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের বিরইল এলাকায় অবস্থিত একটি হোটেলে ডেকে নেয়া হয়। সেখানে আসার পরে আলমাসকে আটক করে সেতুমনিকে উদ্ধার ও অপহরণে জড়িতদের আটক করা হয়।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ কবির জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে মামলা নেয়া হবে।



মন্তব্য চালু নেই