কোয়ার্টার ফাইনালের সময়সূচি

ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা ইতিমধ্যে শেষ হয়েছে। যোগ্যতার লড়াইয়ে আট দল সুযোগ করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। বিদায় নিয়েছে ছয়টি দল।

‘এ’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া; ‘বি’ গ্রুপ থেকে উঠেছে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ভারত।

১৮ মার্চ শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে সেমি ফাইনালে যাওয়ার লড়াই। ২১ তারিখ নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের লড়াই দিয়ে শেষ হবে কোয়ার্টার ফাইনাল পর্ব। এই আটটি দল থেকে চারটি দল যাবে সেমিফাইনালে। তার আগে দেখে নেওয়া যাক কোয়ার্টার ফাইনালের সময়সূচি।

তারিখ                 মুখোমুখি                       সময়                          ভেন্যু
১৮ মার্চ ২০১৫          দ. আফ্রিকা-শ্রীলঙ্কা         সকাল ৯.৩০টা            সিডনি ক্রিকেট গ্রাউন্ড
১৯ মার্চ ২০১৫          বাংলাদেশ-ভারত            সকাল ৯.৩০টা            মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড
২০ মার্চ ২০১৫          অস্ট্রেলিয়া-পাকিস্তান        সকাল ৯.৩০টা            অ্যাডিলেড ওভাল
২১ মার্চ ২০১৫          নিউজিল্যান্ড-ও. ইন্ডিজ     সকাল ৭.০০টা            ওয়েস্টপ্যাক স্টেডিয়াম ওয়েলিংটন

তথ্যসূত্র : ক্রিকইনফো



মন্তব্য চালু নেই