কোহলির টুইটের জবাব দিলেন আনুশকা
ব্যাপরটা জানতে আর কারো বাকি ছিলো না। তবু বিরাট কোহলি মুখ খোলেননি এতদিন। বিশ্বকাপের নক আউট রাউন্ড শুরুর আগে সেই কোহলিই টুইটারে লিখলেন, ‘মাই লাভ আনুশকা শর্মা’। সঙ্গে অনুষ্কার সিনেমা এনএইচ-১০ এর ভূয়সী প্রশংসা।কোহলির টুইটের জবাব দিলেন আনুশকা
টুইটারে কোহলি লিখলেন, এক্ষুণি এনএইচ-১০ সিনেমাটা দেখলাম। দারুণ লাগল। কী দারুণ সিনেমা, বিশেষ করে আমার ভালবাসা আনুশকা শর্মার দারুণ পারফরম্যান্স। কোহলির এই টুইটের জবাবে আনুশকা লেখেন, ধন্যবাদ। আমি খুব খুশি হলাম।
মন্তব্য চালু নেই