কোহলির জন্য আনুশকার স্পেশাল ‘সুলতান’
সম্প্রতি আনুশকা শর্মা শেষ করেছেন সালমান খানের সাথে তার নতুন ছবি ‘সুলতান’-এর কাজ। এবারের ঈদের মুক্তি পাবে এ ছবিটি। এতে সালমান খানের পাশাপাশি অনুশকা শর্মাকেও একজন কুস্তিগীরের ভূমিকায় দেখা যাবে।
তবে খবর এটি নয়। মূল খবর হচ্ছে, আনুশকা শর্মা তার প্রেমিক বিরাট কোহিলের জন্য স্পেশাল ব্যবস্থা করছেন। আর তা হল, সুলতান ছবিটি একেবারেই আলাদা করে বিরাটকে দেখাবেন আনুশকা।
বিরাট কোহলির জন্য ‘সুলতানের’ স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করতে চলেছেন নায়িকা। তবে পরে ভাবনাটা একটু বদলে নিয়েছেন। বিরাটের সঙ্গে তার কয়েকজন টিমমেটকেও নাকি আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এর আগে কোনও কুস্তিগীরের চরিত্রে অভিনয় করেননি আনুশকা। তাই সুলতান তার কাছে খুব স্পেশাল। খুব পরিশ্রম করে চরিত্রটার জন্য নিজেকে তৈরি করেছে ও। তাই বিরাটকে আলাদা ভাবে ছবিটা দেখাতে চান তিনি। কিন্তু পরে বিরাটের সঙ্গে ওর কয়েকজন টিম মেম্বারকেও ডাকার কথা ভেবেছে।
মন্তব্য চালু নেই