কোহলিকে বল করেও শেখা যায় : তাসকিন
টেস্ট শুরুর আগে তাসকিন আহমেদ তার স্বপ্নের কথা বলেছিলেন। বলেছিলেন কোহলির উইকেট নেওয়াটা তার অনেক দিনের লালিত স্বপ্ন। কিন্তু হায়দরাবাদ টেস্টের প্রথম দিনে ব্যাট হাতে কোহলি বাংলাদেশের বোলারদের শাসন করেছেন। শাসন করেছেন তাসকিন আহমেদকেও। দিনশেষে সংবাদ সম্মেলনে এসে তাসকিন জানিয়েছেন কোহলিকে বল করেও অনেক কিছু শেখার আছে।
তাসকিন বলেন, ‘বিশ্ব ক্রিকেটে তিনি একজন শীর্ষ ব্যাটসম্যান। তার বিপক্ষে বল করেও শেখার আছে। তাকে আপনি আলগা বল দিতে পারবেন না। সে ভালো বল ছেড়ে দেয়। দুই একটা বলে এজ হয়। কিন্তু আলগা বল পেলেই সেগুলো বাউন্ডারি ছাড়া করে।’
ভারতের বিপক্ষে তাসকিন ও কামরুল ইসলাম রাব্বি অনেক শর্ট বল করেছেন। বিশেষ করে কামরুল ইসলাম রাব্বি। শর্ট বলের বিষয়ে তাসকিন বলেন, ‘আমিও শর্ট বল করেছি। সেও (রাব্বি) করেছে। তারা মধ্যাহ্ন বিরতির পর হাত খুলে খেলেছে। নিউজিল্যান্ড সফরে রাব্বি অনেক ভালো বল করেছে। তবে নিউজিল্যান্ড ও ভারতের বোলিং লেন্থে কিছু সমস্যা আছে। বাউন্সার দিতে পারলে ভালো হতো। কিন্তু উইকেট মন্থর হয়ে যাওয়ার পর বাউন্সও দেওয়া যাচ্ছিল না ভালোভাবে। বাউন্স দিতে গেলে বল হাফ-শর্ট হয়ে ব্যাটসম্যানের কাছে যেত। ফুল লেন্থে বল করা যাচ্ছিল না। সে কারণে গুড লেন্থে বল করতে হয়েছে।’
মন্তব্য চালু নেই