কোম্পানীগঞ্জে মদ-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের শান্তিনগর এলাকা থেকে বিদেশী মদ ও গাঁজাসহ নূর নবী (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে নাম্বার ওয়ান ব্যান্ডের ৬৪ বোতল বিদেশী মদ ও চার কেজি গাঁজা জব্দ করা হয়েছে। সকালে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল হকের নেতৃত্বে শান্তিনগর থেকে তাকে আটক করে পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ী নূর নবী প্রকাশ নবী ভান্ডারি উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত মোজ্জাফর আহমদের ছেলে। স্থানীয়রা জানায়, সকালে একটি কাভার্ডভ্যান থেকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের শান্তিনগর বাজারে দুটি কার্টুন নামিয়ে দিয়ে যায় কয়েকজন লোক। পরে মাদক ব্যবসায়ী নবী কার্টুনগুলো তমা ব্রিকফিল্ডের পাশ্ববর্তী একটি ঘরে নেওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে কার্টুনগুলোসহ তাকে আটক করে। কার্টুন খুলে ভিতরে মদ ও গাঁজা দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মদ ও গাঁজাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে কার্টুনের ভিতর থেকে নাম্বার ওয়ান ব্যান্ডের ৬৪ বোতল বিদেশী মদ ও চার কেজি গাঁজা জব্দ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রস্তুতি চলছে।



মন্তব্য চালু নেই