কোন পশু-পাখি নয় এক ভয়ানক সমুদ্র প্রানীর সাথে বন্ধুত্ব! (ভিডিও)
সকলে বলে থাকে প্রাণীদের মধ্যে মানুষের সবচেয়ে ভাল বন্ধু হয় কুকুর। কুকুর কখনও তার মালিকের অবাধ্যতা করে না। বেশীরভাগ মানুষ কুকুর পালন করতে বেশি ভালবাসেন।
ইউটিউবের অবদানে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত অনেক ধরণের ভিডিও দেখতে পেয়েছি, যেখানে বানর থেকে শুরু করে ঘোড়া পর্যন্ত এমন অনেক ধরণের প্রাণী রয়েছে যাদের মানুষের সাথে অনেক নিবিড় সম্পর্ক রয়েছে।
কিন্তু, এবার এমন একটি ভিডিও দেখা গেল যা সাধারণত সবসময় দেখা যায় না। একজন অল্পবয়সী কিশোর ছেলের সাথে সমুদ্রের স্ট্রিংরের (Stingray) সম্পর্ক। Stingray সাধারণত আক্রমনাত্মক হয় না।
কিন্তু, তারা তারা তাদের জীবন হুমকির সম্মুখীন হচ্ছে বলে মনে করলে তখন একটি বিষাক্ত Stinger বা কালি ব্যবহার করে। এই বিষাক্ত কালি শরীরে লাগলে মারাত্মক ক্ষতির শিকার হতে হয়। অনেক সময় মৃত্যু অবধারিত থাকে। সেই Stingray এর সাথে কিশোর বয়সী ছেলের এরকম সম্পর্ক দেখে আপনিও অবাক হবেন।
সূত্র: মেটাস্পুন।
মন্তব্য চালু নেই