কোন তাপ ছাড়াই প্রাকৃতিক ভাবে গরম পানির মতো ফুটছে কাদা! (ভিডিও)

অজানা এই পৃথিবীর অনেক কিছুই আমাদের দুই চোখে ধাঁধাঁ লাগিয়ে দেয়, তখন আমরা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কথা ভেবে সৃষ্টিকর্তার কথা ভাবতে থাকি। এমনই অদ্ভুত কিছু সৃষ্টির কথা শুনে আমরা হই বিস্ময়ে হতবাক। প্রকৃতির রহস্যের শেষ নেই। খুব সাধারণ জিনিসকেও অসাধারণ বানিয়ে ফেলতে পারে প্রকৃতি। এই যেমন কাদার কথাই বলি। বৃষ্টির দিনে আমাদের নিত্য সঙ্গী।

kidsBg_949103337

কিন্তু এই কাদা কখনো গরম পানির মতো ফুটতে পারে? হয়তো চুলায় নিয়ে রান্না করার চেষ্টা করলে কাদাকে ফোটানো যেতে পারে, কিন্তু একা একা কাদা ফুটছে, এমন কখনো শুনেছেন? এমন বিস্ময়কর ঘটনাও কিন্তু ঘটে পৃথিবীতে। নিউজিল্যান্ডের রোটোরুয়ার টউপো হ্রদে এমন অবাক করা দৃশ্য চোখে পড়ে।

MudBubblePops

এখানে ফুটন্ত কাদামাটি দেখা যায়। মূলত মাটির নিচে তাপমাত্রা অনেক বেশি থাকার কারণেই উপরে কাদা ফুটতে থাকে সবসময়। কিছু জায়গায় অবশ্য পানিও ফুটছে, কিন্তু সেই জায়গাগুলোতে শুধুই ধোঁয়া দেখা যায়। শুধু নিউজিল্যান্ড নয়, বিশ্বের আরও অনেক জায়গায়ই এমন প্রাকৃতিক ফুটন্ত কাদা দেখা যায়।

BC3D8F48-BCA4-BFE2-5C841D2CD332D319

ভিডিও:



মন্তব্য চালু নেই