কোন অভিনেতার ছোটবেলার ছবি এটি?

ছবির মানুষটার হাবভাব কেমন যেন পরিচিত মনে হচ্ছে! তাই তো। হ্যাঁ, এটি আশির দশকে তোলা এ সময়ের জনপ্রিয় একজন অভিনেতার ছবি। তিনি দেড় যুগ ধরে টেলিভিশন পর্দা কাঁপাচ্ছেন। দেখা গেছে একাধিক সফল সিনেমায়ও। তিনি হলেন মোশাররফ করিম।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শেয়ার করেছেন এ অভিনেতার ছোটবেলার ছবিটি। কেউ কেউ ক্যাপশনে লিখেছেন— অনুমান করুন এ ছবি কার? মোশাররফ করিমের বিভিন্ন নাটকের অঙ্গভঙ্গির মতো ছবিটিতেও বিশিষ্টতা ধরা পড়েছে। তাই অনেকেই ঠিকঠাক উত্তর দিয়েছেন।

১৯৯৯ সালে ‘অতিথি’ নাটকের মাধ্যমে প্রথমবারের মতো টেলিভিশনে দেখা দেন মোশাররফ করিম। এরপর ধীরে ধীরে হয়ে উঠেন দর্শকদের পছন্দের তারকা। সম্প্রতি দর্শক পছন্দে সেরা টিভি অভিনেতার মেরিল-প্রথম আলো পুরস্কার জিতেছেন তিনি।



মন্তব্য চালু নেই