কোনো মেয়ে অপবিত্র অবস্থায় মারা গেলে তাঁকে কি দুবার গোসল করাতে হবে কি?

প্রশ্ন : অপবিত্র অবস্থায় কোনো মেয়েলোক মারা গেলে এক গোসলই কি যথেষ্ট, নাকি দুই গোসল দিতে হবে?

উত্তর : গোসল একটাই যথেষ্ট। কারণ, দুবার গোসল করে পবিত্রতা অর্জনের বিধান ইসলামের মধ্যে নেই। ইসলাম একটাই পবিত্রতাকে বিশ্বাস করে। একটি গোসলের মাধ্যমেই তিনি পবিত্র হয়ে যাবেন।

কোনো কারণে যদি অপবিত্র অবস্থায় তাঁর মৃত্যু হয়, একটি গোসলই যথেষ্ট। তাঁর এই গোসল মৃত্যুর পরে যে গোসল এবং অপবিত্রতার যে গোসল—দুটাই একই গোসল হবে এবং এক গোসলের মাধ্যমেই যথেষ্ট হয়ে যাবে।



মন্তব্য চালু নেই