কোনরকম ডাল ছাড়াই ঝটপট রান্না করুন অত্যন্ত মজাদার চিকেন ঝাল খিচুড়ি!
খিচুড়ি খেতে খুব ইচ্ছা হচ্ছে? এদিকে বাসায় ডাল কিংবা পোলাওর চাল নেই। কী করবেন? জেনে নিন অসাধারণ একটা খিচুড়ির রেসিপি যা রান্না হবে ভাতের চাল দিয়ে এবং কোন রকম ডাল ছাড়াই। যদিও ভুনা খিচুড়ির চাইতে স্বাদে কোন অংশে কম হবে না! অনেকেরই ডালে অ্যাসিডিটি হয়, বিশেষ করে মুগের ডালে। তাঁরা ডাল ছাড়াই শতভাগ স্বাদ নিতে পারবেন খিচুড়ির আর এটা রান্না করতে সময়ও লাগে খুব কম। ফারহিন রহমানের ছবিতে দেখুন, দেখেই জিবে জল আসছে না? চলুন, জেনে নিই রেসিপিটি।
যা যা লাগবে
– চিকেন ১ টি
– ভাতের চাল ৪ কাপ
– আদা বাটা ২ টেবিল চামচ
– রসুন বাটা ২ টেবিল চামচ
– পিঁয়াজ বাটা ১/২ কাপ
– সবুজ এলাচ ৭/৮ টি
– দারুচিনি ২/৩ টি
– গোলমরিচ ৫/৬ টি
– লং ৪/৫ টি
– পাঁচ ফোঁড়ন ১/৪ চা চামচ
– তেজপাতা ২/৩ টি
– সরিষার তেল ১/২ কাপ বা পরিমাণমত
– লবণ স্বাদমত
– মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ
– হলুদ গুঁড়ো দেড় চা চামচ
– ধনেগুঁড়া ১ চা চামচ
– আস্ত জিরা ১/২ চা চামচ
– কাঁচা মরিচ ফালি ৭/৮ টি
– আস্ত শুকনা মরিচ ৪/৫ টি ( ইচ্ছা )
– পিঁয়াজ বেরেস্তা ১ টি
প্রণালি
-প্রেসার কুকারে তেল গরম করে জিরা,গরম মসলা ফোঁড়ন দিয়ে আদা, রসুন, পিঁয়াজ বাটা দিয়ে কশিয়ে চিকেন দিয়ে দিন।
– একে একে সব গুঁড়ো মসলা,লবণ,শুকনা মরিচ,পাঁচফোড়ন দিয়ে ভাল করে কষিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা আটকে দিন। প্রেসারে রান্না করে নিতে হবে মুরগিটা।
– এবার ঢাকনা খুলে চাল আর কাঁচা মরিচ দিয়ে ৫/৬ কাপ পানি দিয়ে লবণটা চেখে আবার ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রাখুন।
– ৫/৬ টি সিটি হলে চুলা বন্ধ করে দিতে হবে।
– ১৫/২০ মি পর ঢাকনা খুলে পিয়াজ বেরেস্তা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে গরম গরম খিচুড়ি পরিবেশন করুন।
-পানির পরিমাণটা এক এক চালে এক এক রকম লাগতে পারে।
-প্রেসার কুকারের টাইমটাও এক এক কুকারে এক এক রকম হতে পারে।
মন্তব্য চালু নেই