কোটি টাকার স্বর্ণবারসহ যুবক আটক
চট্টগ্রাম’র লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় সৌদিয়া পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বারসহ সুজন ধর (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম শহরমুখী একটি বাসে অভিযান চালিয়ে লোহাগাড়া থানা পুলিশ এসব স্বর্ণ আটক করে। তিনি চকরিয়া পৌরসদর এলাকার আনন্দ ধরের পুত্র।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান জানান, জব্দ করা বারগুলো সাধারণ বারের তুলনায় কিছু বড়। এগুলোর মোট ওজন প্রায় ১ কেজি ৬০০ গ্রাম। যার বাজারমূল্য কোটি টাকার কাছাকাছি।
তিনি আরো জানান, চুনতি এলাকায় অবস্থিত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হোটেল মিডওয়ে ইনের সামনে থেকে সুজন ধরকে আটক করা হয়। সৌদিয়া পরিবহনের একটি বাসে করে তিনি কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিল। সুজন ধর কোমরের বেল্টের সঙ্গে স্বর্ণেরবারগুলো লুকিয়ে রেখেছিলেন।
মন্তব্য চালু নেই