কোটি টাকার লোভে পর্ন ছবিতে ‘মিস কলম্বিয়া’
সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স ২০১৫’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে উপস্থাপকের ভুলে ক্ষণিকের জন্য মিস ইউনিভার্স হিসেবে ঘোষিত হয়েছিল আরিয়াদনা গুতিরেজের নাম। কয়েক মিনিটের জন্য মাথায় উঠেছিল বিশ্বের সেরা সুন্দরীর মুকুট। পরে জানা যায় তিনি হয়েছেন মিস ইউনিভার্স প্রথম রানার আপ। সেই মিস কলম্বিয়া আবারো শিরোনামে এসেছিলেন পর্ন মুভিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে।
মিস কলম্বিয়া আরিয়াদনা গুতিরেজকে পর্ন মুভির জন্য অফার দিয়েছিল অ্যামেরিকান কোম্পানি ভিভিড এন্টারটেইনমেন্ট। অফার মূল্য ১০ লাখ ডলার।
সেই লোভনীয় প্রস্তাবে সাড়া দিলেন মিস কলম্বিয়া আরিয়াদনা। আরিয়াদনা জানিয়েছেন, ‘এটা দারুণ প্রস্তাব। আমি শুনেই আনন্দে লাফিয়ে উঠি। মন দিয়ে কাজ করব আমি।’
প্রস্তাব অনুযায়ী, গুতিরেজ এই পর্ন মুভিতে নিজেই নিজের পার্টনার বেছে নিতে পারবেন। নিজেই ঠিক করতে পারবেন কয়টি ছবিতে তিনি কাজ করবেন।
মন্তব্য চালু নেই