কোচ তখন টয়লেটে ছিলেন!

দুজনই আর্জেন্টাইন। মরিসিও পচেত্তিনো টটেনহাম হটস্পারের কোচ। আর এরিক লামেলা তার শিষ্য।

রোববার রাতে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৩-০ গোলের দারুণ এক জয় পেয়েছে টটেনহাম। ম্যাচের ৭০ থেকে ৭৬, ছয় মিনিটের মধ্যেই তিন গোল করে পচেত্তিনোর শিষ্যরা।

হোয়াইট হার্ট লেনে দলের তৃতীয় গোলটি করেন লামেলা। তার গোলটি ডাগ-আউটে দাঁড়িয়ে দেখতে পারেননি পচেত্তিনো। কেন পারেননি জানেন? কারণ টটেনহাম কোচ তখন টয়লেটে ছিলেন!

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পচেত্তিনো হাসতে হাসতেই বললেন ব্যাপারটা, ‘আমি লামেলার গোলটি দেখতে পারিনি। আমি এটা টিভিতে দেখেছি। আমি ম্যানেজারের রুমের টয়লেট থেকে বের হওয়ার সময় গর্জন শুনতে পেলাম, আর তা দেখার জন্য দৌড়ে ড্রেসিং রুমে গেলাম।’

‘প্রকৃতির ডাক’ কি বলেকয়ে আসে বলুন? কিন্তু পচেত্তিনোর ক্ষেত্রে ‘ডাক’টা এমন সময়েই এসেছিল যে শিষ্যের গোলটিই ডাগ-আউটে দাঁড়িয়ে দেখতে পারলেন না!



মন্তব্য চালু নেই