কোচিং সেন্টার বন্ধে ঝিনাইদহ জেলা প্রশাসনের অভিযান শুরু
কোচিং বাণিজ্য বন্ধে অভিযান শুরু করেছে ঝিনাইদহ জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টটর (এনডিসি) ইকবাল হোসেন শহরের আদর্শপাড়া এলাকার প্রোগ্রেস নামের একটি কোচিং সেন্টার সিলগালা করে দেয়। সেসময় কোচিং এর শিক্ষকদের নিকট থেকে মুচলেকা নেওয়া হয়।
এনডিসি ইকবাল হোসেন বলেন, শিক্ষার মান উন্নয়নে কোচিং বাণিজ্য বন্ধে জেলা প্রশাসন অভিযান শুরু করেছে। তারই অংশ হিসেবে এ কোচিং বন্ধ করা হলো। আগামীতে জেলার সকল কোচিংয়ে অভিযান চালানো হবে। এ ব্যাপারে জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম জানান, শিক্ষার্থীদের মেধার মান নষ্ট করছে কোচিং। স্কুলগামী না হয়ে শিক্ষার্থীরা কোচিংয়ে ঝুকে পড়ছে। আর এতে সুযোগ নিচ্ছে স্কুলের কিছু অসাধু শিক্ষক। তাদেরও ছাড় দেওয়া হবে না।
এককথায় শিক্ষার্থীদের স্কুলমুখী করতে হবে শতভাগ। কোচিংয়ের উপর ভরসা করা যাবে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হবে। যদি কোন বিদ্যালয়ের শিক্ষক এর সাথে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য চালু নেই