কোকেন-গাঁজাসহ গ্রেফতার কবুতর!
কয়েদিদের কাছে মাদক পাচারকালে ব্যাগভর্তি কোকেন ও গাঁজাসহ একটি কবুতরকে গ্রেপ্তার করা হয়েছে। কোস্টারিকার লা রিফরমা জেলখানায় এসব নিয়ে ঢোকার জোর চেষ্টা করলে কবুতরটি আটক করে এর এক নিরাপত্তারক্ষীর। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার।
অাটক কালো রঙের ওই কবুতরটি পালকের ভেতর এক কালো ব্যাগে করে ১৪ গ্রাম কোকেন ও ১৪ গ্রাম গাঁজা নিয়ে কয়েদিদের কাছে যাওয়ার চেষ্টা করে। কবুতরটি মাথার উপর এসব নিয়ে উড়াউড়ি করার সময় তা নজরে আসে জেলখানার ওই নিরাপত্তারক্ষীর। পরে সন্দেহপ্রবণ হয়ে কঠোর প্রচেষ্টায় কবুতরটিকে ধরে ফেলেন তিনি।
পুলিশের ধারণা, অবৈধ কাজে ব্যবহারের উদ্দেশে বাহন হিসেবে এই কবুতরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
কারাগারটির পুলিশের পরিচালক পল বারতোজ্জি বলেন, ‘এই ধরনের পদ্ধতি আবার ব্যবহার করা হতে পারে বলে কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয়েছে। লা রিফরমার ইতিহাসে এই ঘটনা প্রথম নয়। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে।’
মন্তব্য চালু নেই