কে আসছেন রাজনীতিতে?
দীপিকা না ক্যাটরিনা, কে আসছেন রাজনীতিতে? এ প্রশ্নটা এখন বলিউড পাড়ার সবার মুখে। বলি নির্মাতা প্রকাশ ঝাঁ নির্মাণ করতে যাচ্ছেন রাজনীতি চলচ্চিত্রের সিক্যুয়াল। আর এ সিক্যুয়ালে কি থাকছেন ক্যাটরিনা, নাকি যুক্ত হচ্ছেন দীপিকা পাড়ুকোন? দুজনকেই নাকি পছন্দ নির্মাতার।
তবে রণবীর কাপুর থাকছেন এ চলচ্চিত্রে। রণবীরের সাবেক প্রেমিকা দীপিকা শেষ পর্যন্ত এ চলচ্চিত্রে যুক্ত হন কিনা সেটাই এখন দেখার বিষয়।
মন্তব্য চালু নেই