কোন ঘরে শয়তান প্রবেশ করতে পারে না ?
বিসমিল্লাহ প্রার্থনা কবুল হওয়ার শর্ত। রাসূল(সা.) থেকে বর্ণিত হয়েছে- যে দোয়া বিসমিল্লাহ দ্বারা শুরু হয় তা প্রত্যাখ্যিত হয় না। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে।
আরবি হাদিস
وَعَن جَابِرٍ رضي الله عنه، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ، يَقُولُ: « إِذَا دَخَلَ الرَّجُلُ بَيْتَهُ، فَذَكَرَ اللهَ تَعَالَى عِنْدَ دُخُولِهِ، وَعِندَ طَعَامِهِ، قَالَ الشَّيْطَانُ لأَصْحَابِهِ: لاَ مَبِيتَ لَكُمْ وَلاَ عَشَاءَ، وَإِذَا دَخَلَ فَلَمْ يَذْكُرِ اللهَ تَعَالَى عِنْدَ دُخُولِهِ، قَالَ الشَّيْطَانُ: أدْرَكْتُمُ المَبِيتَ ؛ وَإِذَا لَمْ يَذْكُرِ اللهَ تَعَالَى عِنْدَ طَعَامِهِ، قَالَ: أدْرَكْتُم المَبِيتَ وَالعَشَاءَ ». رواه مسلم
বাংলা হাদিস
জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, কোন ব্যক্তি যখন নিজ বাড়িতে প্রবেশের সময় ও আহারের সময় আল্লাহ তাআলাকে স্মরণ করে; অর্থাৎ (বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে) তখন শয়তান তার অনুচরদেরকে বলে, আজ না তোমরা এ ঘরে রাত্রি যাপন করতে পারবে, আর না খাবার পাবে। অন্যথা যখন সে প্রবেশ কালে আল্লাহ তাআলাকে স্মরণ করে না (অর্থাৎ বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে না), তখন শয়তান বলে, তোমরা রাত্রি যাপন করার স্থান পেলে। আর যখন আহার কালেও আল্লাহ তাআলাকে স্মরণ করে না (অর্থাৎ বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে না), তখন সে তার চেলাদেরকে বলে, তোমরা রাত্রিযাপন স্থল ও নৈশভোজ উভয়ই পেয়ে গেলে।
[মুসলিম ২০১৮, আবু দাউদ ৩৭৬৫, ইবন মাজাহ ৩৮৮৭, আহমদ ১৪৩১৯, ১৪৬৮৮]
বিসমিল্লাহ আল্লাহর প্রতি ভালবাসা ও নির্ভরতার প্রতীক।
বিসমিল্লাহ শয়তানকে বিতাড়িত করার প্রতীক।
বিসমিল্লাহ মানুষের জীবনের নিরাপত্তা বিধানকারী।
বিসমিল্লাহ কর্মসমূহকে সৌন্দর্যমন্ডিত করে।
বিসমিল্লাহ পবিত্র কোরআনের সূরা সমূহের মুকুট।
বিসমিল্লাহ পুলসিরাত অতিক্রম করার লাইসেন্স।
বিসমিল্লাহ নরকের অগ্নিশিখা সমূহকে নির্বাপিত করে।
বিসমিল্লাহ ব্যাথাসমূহের নিরাময়ক।
বিসমিল্লাহ সমস্যাসমূহ সমাধানের চাবিকাঠি।
বিসমিল্লাহ কোরআনের চাবিকাঠি।
বিসমিল্লাহ আল্লাহ তা’ আলার মহিমান্বিত নাম।
বিসমিল্লাহ প্রতিটি আসমানী গ্রন্থের সূচনায় রয়েছে।
বিসমিল্লাহ মানুষের অন্তরকে আলোকিত করে।
বিসমিল্লাহ আল্লাহর পূর্ণাঙ্গ নাম।
বিসমিল্লাহ মানুষের আত্মিক রোগ সমূহের নিরাময়ক।
বিসমিল্লাহ আল্লাহর দাসত্ব এবং তার প্রতি নির্ভরশীলতার প্রতীক।
বিসমিল্লাহ আসমানের তালা সমূহের চাবি।
আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ কথাবার্তা, খাওয়া দাওয়া, লেখাপড়া, ভ্রমন, ঘুমানো ইত্যদি আল্লাহর নামে শুরু করা এবং তা দ্বারা সুবাসিত করা কতই না উত্তম।
মন্তব্য চালু নেই