কেমন আয় করেন রিয়েলিটি শো তারকারা?
রিয়েলিটি টেলিভিশন শোয়ের জন্যে পাগল অসংখ্য দর্শক। এসব জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানগুলো হরদম চলছে। অংশগ্রহণকারীদেরও মেলে যথেষ্ট তারকাখ্যাতি। বিভিন্ন ধরনের রিয়েলিটি শোয়ে অনেক জনপ্রিয় তারকাদেরও দেখা যায়। এদের আয় সম্পর্কে জানতে চান অনেকেই। এখানে জেনে নিন, কোন রিয়েলিটি তারকা কেমন উপার্জন করেন। ১. তারকা বা প্রোডিউসার বছরে কামিয়ে নিচ্ছেন ১৬ মিলিয়ন ডলার বা তারও বেশি। ‘আমেরিকাস গট ট্যালেন্ট’ শোয়ের বিচাকর ও এক্সিকিউটিভ প্রোডিউসার সিমোন কোওয়েলের মতো তারকা বছরে ৯৫ মিলিয়ন পর্যন্ত আয় করেন। এ ধরনের শোয়ের অন্যান্য বিচাকরকে প্রত্যেককে সাধারণত ৪.৫ মিলিয়ন করে দেওয়া হয়। ২. ব্রডকাস্ট কম্পিটিশন শোয়ে কোনো সেলিব্রিটি বিচারকের আয় ৩ লাখ থেকে ১৭ মিলিয়ন পর্যন্ত কামতে পারেন প্রত্যেকে। ‘দ্য ভয়েস’ বা ‘আমেরিকার গট ট্যালেন্ট’-এর মতো শোয়ে জনপ্রিয়তা অনুযায়ী আয় নির্ভর করে। ক্রিস্টিনা অ্যাগুইলেরা প্রতি মৌসুমে নেন ১৭ মিলিয়ন ডলার। ‘দ্য ভয়েস’-এ ব্লেক শেল্টন পান ১৩ মিলিয়ন ডলার। ৩. ব্রডকাস্ট রিয়েলিটি টিভি শোয়ের সঞ্চালক কামাই করেন ২ লাখ থেকে ১৫ মিলিয়ন ডলার পর্যন্ত। প্রাইমটাইম নেটওয়ার্কে কোনো ব্রডকাস্ট শোয়ের যদি সঞ্চলনা করেন, তবে প্রতি পর্বে ১০-১৫ হাজার ডলার পর্যন্ত পাবেন। তবে গোপনে অনেকেই ৫-১৫ মিলিয় ডলার পর্যন্ত পেয়ে থাকেন। যেমন জনপ্রিয় রেডিও ডিজে ‘আমেরিকান আইডল’-এ সঞ্চলনা করে এমনই অর্থ নিয়ে থাকেন। ৪. ব্রডকাস্ট কম্পিটিশন শোয়ের ফাইনালে যারা ওঠেন তাদের প্রত্যেকে ৫০ হাজার থেকে ১ মিলিয়ন ডলার পর্যন্ত পেয়ে থাকেন। এমন প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো-এর বিজয়ী পান ১ লাখ ডলার। রানার্স আপ পেয়ে থাকেন ৯ হাজার ডলার। আর তৃতীয় স্থান অর্জনকারী পান ৮০ হাজার ডলার। মোটকথা, এসব প্রতিযোগিতায় যত সময় পর্যন্ত টিকে থাকবেন, তত পয়সা মিলবে। ৫. ব্রডকাস্ট কম্পিটিশন শোয়ের যারা ফাইনাল পর্যন্ত যান না তারা প্রত্যেকে ১৫-৩৫ হাজার ডলার পর্যন্ত পেয়ে থাকেন। এ তথ্য দিয়েছে এক রিয়েলিটি শো-এর এজেন্ট। এসব প্রতিযোগিতায় স্টাইপেন্ড পাওয়া যায়া যা প্রতি সপ্তাহে ১২ হাজার ডলার পর্যন্ত পৌঁছতে পারে। ৬. ক্যাবল রিয়েলিটি শোয়ের ‘এ’ ক্যাটাগরির প্রতিযোগী ৩০-১০ মিলিয়ন ডলার পর্যন্ত পান। এদের আয় প্রতি পর্বে সর্বনিম্ন ১৫০০ ডলার থেকে সর্বোচ্চ ৩০০০ ডলার পর্যন্ত হয়ে থাকে। এ ধরনের শো টানা তিন বছর সফলতার সঙ্গে চললে তারা ৭-১০ হাজার ডলার পর্যন্ত পেয়ে থাকেন প্রতি পর্বে। এর পরই আপনি কার্দাশিয়ানের পর্যায়ে যাওয়ার স্বপ্ন দেখতে পারেন। কার্দাশিয়ান পরিবার চারটি মৌসুমে ১০০ মিলিয়ন কামাই করেন। ৭. ক্যাবল রিয়েলিটি শোয়ের ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়রা ১৫-৩৫ হাজার ডলার কামাই করেন। মূল প্রতিযোগীরা চলে গেলে তাদের সুযোগ মেলে। ৮. আর ক্যাবল রিয়েলিটি শোয়ের ‘সি’ ক্যাটাগরির খেলোয়াড়রা শূন্য ডলার থেকে ১২ হাজার ডলার কামিয়ে থাকেন। এরা মূল গল্পের বাইরেই থাকেন। তবে এদের অনেকেই একবার উপস্থিতির জন্যে ৫০০ ডলার পেয়ে থাকেন। অনেকেই একটি মৌসুমে অংশ নিয়ে ১২০০ ডলার পর্যন্ত পেতে পারেন। সূত্র : বিজনেস ইনসাইডার
মন্তব্য চালু নেই