কেন সাংবাদিকের প্রেমে পড়বেন? জেনে নিন জরুরি ৫ কারণ

সাংবাদিকের ছুটি নেই। তার উপরে পদে পদে বানান ভুল আর গ্রামার নিয়ে খুচুরমুচুর। সোশ্যাল মিডিয়ায় সারাদিন। চুমু খেতে গিয়ে আফিসের ফোন। তবু ছেড়ে যেতে পারেন না তাকে। কেবল মায়ায় পড়ে নয়। আপনার গর্বের কারণ তিনি। কারণ তিনি সংবাদিক। কেন এক সাংবাদিকের প্রেমে পড়বেন?

নিচের তালিকায় চোখ রাখলেই বুঝতে পারবেন সেই জরুরি ৫ কারণ।

১. এন্ড অফ আ ডে, আপনি জানেন তিনি একজন পরিশ্রমী মানুষ। তাঁর টিকে থাকার মূলধনই বিশুদ্ধ শ্রম। এখানে ভালবাসা নিখাদ।

২. ট্রেন বা প্লেনের টিকিট নিয়ে চিন্তা নেই। আপনার পার্টনার সাংবাদিক হলে সে সব হাতের মুঠোয় যখন ইচ্ছে।

৩. কম্পিটিটিভ পরীক্ষার আগে প্রেম করতে করতেই জার্নালিস্ট পার্টনারের কাছ থেকে জেনে নিন হুজ হু অথবা কারেন্ট অ্যাফেয়ার্স। জয় আপনার হবেই।

৪. আপনি জানেন তিনি পরিশ্রমী মানুষ। তাঁর পরিচিতির মূলেই রয়েছে তাঁর কঠোর শ্রমের কাহিনি। সঙ্গে থাকুন। লাভবান হবেন আপনিই।

৫. দিনের পরে দিন দেখা নেই। হঠাৎ টিভি-র স্ক্রিনে অথবা রেডিও-র গভীর থেকে অথবা সংবাদপত্রের প্রথাম পাতায় তিনি উপস্থিত। বিরহ কেন ভাল লাগে বুঝবেন। আপানার সাংবাদিক-প্রেম শুভ হোক।



মন্তব্য চালু নেই