কেন সদ্যোজাতকে চুরি করেছিলেন এই মহিলা, পুলিশি জেরায় চাঞ্চল্যকর তথ্য

মঙ্গলবার সকালে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে সরস্বতী নস্করের পুত্র সন্তানকে চুরি করে নিয়ে গিয়েছিল বাগমারির বাসিন্দা চিন্ময়ী বেজ। পুলিশ সূত্রের খবর, সরস্বতীর বাড়ির কাছেই থাকে চিন্ময়ী। কিন্তু কী কারণে সে সদ্যোজাতকে চুরি করল, তা নিয়ে পুলিশকে চিন্ময়ী একটি বয়ান দিয়েছে।

সেই বয়ান অনুযায়ী, চিন্ময়ীর পুত্রসন্তানের শখ ছিল। সে তার এলাকার বাসিন্দাদের বলেছিল সে অন্তঃসত্ত্বা। কিন্তু কিছুদিন আগেই তার গর্ভপাত হয়। তখনই সে সরস্বতীর শিশু সন্তানকে চুরির পরিকল্পনা করে। চিন্ময়ীর এক আত্মীয় এই সরকারি হাসপাতালে আয়ার চাকরি করে। তার সাহায্য নিয়েই শিশুটিকে চুরি করা হয়েছে বলে অভিযোগ।

মানসিক অবসাদ থেকেই শিশু চুরির এই পরিকল্পনা চিন্ময়ী করেছিল নাকি এর পিছনে বড় কোনও চক্র রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
বাগমারিতে চিন্ময়ীর বাড়ির কাছেই থাকেন সরস্বতীরা। সরস্বতীর স্বামী সৌরভ নস্করও স্বীকার করেছেন, তিনি চিন্ময়ীকে চিনতেন। প্রশ্ন উঠেছে, তাহলে সরস্বতী কেন হাসপাতালে চিন্ময়ীকে চিনতে পারলেন না।
শিশুটি সত্যিই সরস্বতীর কি না তা নির্ণয় করতে প্রয়োজনে ডিএনএ টেস্টও করা হতে পারে। আপাতত শিশুটিকে সরস্বতীর কোলেই তুলে দিয়েছে পুলিশ।



মন্তব্য চালু নেই