কেন বিশ্বের তাবড় তারকারা এই কিশোরের পাশে?
বয়সে সে কিশোর৷ কখনও তার পাশে দাঁড়িয়ে সালমান নয়ত শাহরুখ খান, তো কখনও তার সঙ্গী মেসি নয়ত ক্রিশ্চিয়ানো রোনালদো৷ আজব সব শখও আছে তার৷ কখনও বাঘ পুষছে কখনও আবার শপিংয়েক ফিরিস্তি দেখিয়ে আমজনতার চোখ কপালে তুলছে৷
তার সানগ্লাস খানা দেখলেও অবাক হতে হয়৷ চলতি সানগ্লাসের মতো চৌকো, গোলাকার কিংবা ক্যাটআই ধরনের নয় সেটি৷ রীতিমতো অষ্টভুজাকৃতির চশমা পরে কিশোর বয়সেই এই ছেলে হয়ে উঠেছে ফ্যাশনিস্তা৷
কিন্তু কে এই কিশোর?
১৪ বছরের এই কিশোর রসদ সাইফ বেলহাসা৷ দুবাইয়ের ব্যবসায়ী সাইফ আহমেদ বেলহাসার পুত্র সে৷ প্রভূত ধন-সম্পদের মালিক সাইফ আহমেদের পুত্রটিও স্বাভাবিকভাবে বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত৷
তার ইউটিউব এবং ইনস্টাগ্রাম প্রোফাইলে মাঝেমধ্যেই সে তার জীবনযাত্রার ছবি এবং ভিডিও আপলোড করে৷ আর সেইসব ভিডিও এবং ছবির ঝলক দেখে আর যাই হোক একটা কথা খুবই স্পষ্ট, সাধারণের কাছে যারা নক্ষত্র-সমান তারা রসদ সাইফের কাছে একই গ্রহের মানুষ৷ তাদের সামনে থেকে দেখা কিংবা তাদের সঙ্গে সময় কাটানো রসদ সাইফের কাছে আর পাঁচটা কাজের মতোই সহজ-সরল একটি ব্যাপার৷
তার ছবি ইতিমধ্যেই শোরগোল ফেলেছে নেটদুনিয়ায়৷ তবে যতটা না তার কারণে, তার থেকেও বেশি তারকাদের তার পাশে এসে দাঁড়ানোর কারণে৷ এই তারকাদের অনেক জাবরা ফ্যান থাকতে পারে, কিন্তু সবাইকে ছাপিয়ে অর্থবান পরিবারের ছেলে হওয়ার সূত্রে যেভাবে সকলের সান্নিধ্য পাচ্ছে এই কিশোর, তাইই অবাক করেছে বিশ্ববাসীকে৷
মন্তব্য চালু নেই