কেন আমির-সালমানের গোপন মিটিং?
বলিউডের মি. পারফেক্টশনিস্ট আমির খান ও সুপারস্টার সালমান খান নাকি প্রতিদিনই এখন একসঙ্গে বসে মিটিং করেন। কেন? সে রহস্য কেউ জানে না।
গত সপ্তাহে প্রত্যেক দিনই তাদের কোনো না কোনো ছুতোয় একসঙ্গে দেখা গেছে।
একটি সূত্র জানায়, আমির খালের ধুম ৩ এর প্রমোশনাল কাজে ছিলেন সালমান। এক্ষেত্রে সালমান খানকে বিগ বসের হ্যাট পরে থাকতে দেখা গেছে। পরে আমির খানের মেয়ে ইরা খান একটি চ্যারিটি ফুটবল ম্যাচের আয়োজন করেন, সেখানে উপস্থিত হয়ে সালমান খান পুরস্কার বিতরণ করেন। এরপর গত সপ্তাহে তারা প্রায় প্রতিদিনই মিটিং করেছেন।
আরও জানা গেছে, সালমানের কিক ছবি যাবে ভালোভাবে প্রচার পায় এবং বক্স অফিসে হিট করে সেজন্য তারা বারবার মিটিং করেছেন।
কয়েক মাস আগেও দিল্লিতে আমির খান যখন একটি ছবির প্রমোশনাল কাজে ব্যস্ত ছিলেন, তখন সালমান সেখানে কিক ছবির শুটিং করছিলেন। ওই সময় তারা একই হোটেলে ছিলেন।
সূত্র আরও জানিয়েছে, আমির-সালমান পরস্পরের স্বার্থের জন্যই এভাবে বারবার মিটিং করছেন।
তবে সূত্র যাই বলুক না কেন, এভাবে দুই সুপারস্টারের নিয়মিত মিটিংয়ের মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু লুকিয়ে আছে, এমন গুঞ্জন তুলেছেন অনেকেই।
মন্তব্য চালু নেই