কেন্দ্রে সশস্ত্র হামলা চালিয়ে ৫শ’ ব্যালট লুট
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঢুকে অস্ত্রের মুখে ৫০০ ব্যালট লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় গোলাগুলিতে দুজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্র দখলকে কেন্দ্র করে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুক্তার হোসেনের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে মুক্তার হোসেনের ৩০/৪০ জন সমর্থক নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাথায় অস্ত্র ঠেকিয়ে ৫টি বুথ থেকে অন্তত ৫০০ ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম ছিনিয়ে নিয়ে যায়।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল আলিম বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টি শুরু হলে ৬০ থেকে ৭০ জনের একটি দল কেন্দ্রে ঢোকে। পিস্তল, রামদাসহ তাদের প্রত্যেকের হাতে বিভিন্ন অস্ত্র ছিল। তারা কেন্দ্র থেকে ভোটারদের চলে যেতে বাধ্য করে। ভোটার তালিকাও নিয়ে যায়। পাঁচটি বুথের যেগুলোতে ভোট গণনা হচ্ছিল, সেখানকার ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়।
কেন্দ্রে ভোট স্থগিত করার ঘোষণা দিয়ে আবদুল আলিম আরও বলেন, আবার ভোট নিতে তিনি নিরাপদ বোধ করছেন না।
মন্তব্য চালু নেই