কেন্ডালে মজেছেন রোনালদো-নেইমার

সেলিব্রিটিদের নিয়ে গসিপ যাদের পছন্দের তালিকায় সবার উপরে বিচরণ করে তাঁদের কাছে কেন্ডাল জেনার নামটা নতুন নয়। ভিক্টোরিয়া সিক্রেট সুপারমডেল কেন্ডালের আরও একটা পরিচয় রয়েছে।

তিনি স্বয়ং কিম কার্দাশিয়ানের বোন। এহেন কেন্ডালেই মজেছেন ফুটবলের দুই মহারথী। একজন ক্রিশ্চিয়ানো রোনালদো, অপরজন নেইমার দ্য জুনিয়র।

দিন কয়েক আগেই সিআর সেভেন কেন্ডালের ইনস্টাগ্রাম পেজের ‘হট অ্যান্ড সাল্ট্রি’ ছবি দেখে মোহিত হয়েছেন। পটাপট লাইক করতেও ভোলেননি সোশাল মিডিয়ার সম্রাট। কিন্তু কেন্ডালকে যে গোপনে নেইমারও চান সেকথা জানা যায়নি এতদিন।

গণমাধ্যমে যা খবর তাতে বার্সেলোনার ওয়ান্ডার বয় এখন ব্রাজিলিয়ান অক্টাগন গার্ল জেনি আনদ্রাদের সঙ্গেই চুটিয়ে ডেট করছেন।

কিন্তু সম্প্রতি কেন্ডাল বার্সেলোনায় এসেছিলেন একটি বিজ্ঞাপনী প্রচারে। সেখানেই নেইমার তাঁর সঙ্গে দেখা করেন ও ইনস্টাগ্রামে দু’জনে ঘনিষ্ঠ হয়ে ছবিও পোস্ট করেছেন। নেইমার ছবির ক্যাপশন দিয়েছেন, ‘নাইস টু মিট ইউ টু’।

রোনালদো যেখানে ইনস্টাগ্রামে ছবি লাইক করেই থেমে গেলেন সেখানে নেইমার সেখানেই ছবি পোস্ট করে জিতে গেলেন। আপাতত দৃষ্টিতে সকলেই বলবেন যে, রিয়াল মাদ্রিদকে হারিয়ে জিতে গেল বার্সেলোনা। কিন্তু খেলাটা এখানেই শেষ নয়। রোনালদোর সুপারহট এক্সদের তালিকায় আছেন কেন্ডালের বোন কিমও।



মন্তব্য চালু নেই