কেট ও উইলিয়ামকে স্বাগত জানাবেন শাহরুখ-ঐশ্বরিয়া
১০ এপ্রিল প্রথমবারের মতো ভারত সফরে আসছেন ব্রিটেনের যুবরাজ প্রিন্স উইলিয়াম এবং তার স্ত্রী কেট মিডলটন। আর এই সফরে রাজ পরিবারের সদস্যকে স্বাগত জানাবেন বলিউড কিং খান শাহরুখ এবং ঐশ্বরিয়া রাই বচ্চন।
তাদের এই সফর তালিকায় রয়েছে তাজমহল পরিদর্শন। উইলিয়ামের মা প্রয়াত প্রিন্সেস ডায়না ১৯৯২ সালে তাজমহল পরিদর্শন করেছিলেন। তাছাড়া তাদের সফর তালিকায় রয়েছে গান্ধী স্মৃতি এবং আসামের কাজিরঙ্গ ন্যাশনাল পার্ক পরিদর্শন করা।
তারা এই সফরে মুম্বাইয়ের তাজ হোটেলে অবস্থান করবেন। সেখানে তাদের জন্য একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে উপস্থিত থাকবেন নামীদামী অনেক ব্যক্তিত্ব।
মন্তব্য চালু নেই