কেকেআর-এর পাশাপাশি এবার ফুটবল দলের মালিক শাহরুখ?

কলকাতা নাইটরাইডার্সের মালিক শাহরুখ খান। সব ঠিকঠাক থাকলে এবার আইএসএল-এরও একটি ফ্র্যাঞ্চাইজির মালিক হতে চলেছেন বলিউডের বাদশা। ইন্ডিয়ান সুপার লিগে মোট আটটি দল খেলে। ২০১৭ থেকে ইন্ডিয়ান সুপার লিগ দশ দলের হতে চলেছে। এবং তেমনটা হলে, শাহরুখ খান আইএসএলের একটি দলের মালিক হচ্ছেনই।

খবরের ভিতরকার খবর বলছে, আই লিগ থেকে বেঙ্গালুরু এফসি চলে আসছে ইন্ডিয়ান সুপার লিগে। খুব সম্ভবত সৌরভ গঙ্গোপাধ্যায়ের অ্যাটলেটিকো দ্য কলকাতার সঙ্গে মিলে যেতে চলেছে মোহনবাগান। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের সঙ্গে মিলে যাবে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ কিংগ খানের ফুটবল দল ও ইস্টবেঙ্গল ক্লাব মিলেমিশে একাকার হয়ে ইন্ডিয়ান সুপার লিগে খেলতে নামবে। তার মানে কলকাতা থেকেই হবে ইন্ডিয়ান সুপার লিগের দুটো দল। একটা দাদা অর্থাৎ সৌরভের। এবং অপরটি শাহরুখের। একই শহরের দুটো ক্লাব হলে যা হয়, তাই দেখা যাবে ইন্ডিয়ান সুপার লিগে। প্রতিদ্বন্দ্বিতা যেমন থাকবে তেমনই দুই মালিকের মধ্যেও একটা লড়াই হবে। সেই লড়াই শ্রেষ্ঠত্বের। একে অপরকে ছাপিয়ে যাওয়ার।



মন্তব্য চালু নেই