টলিউডের নায়িকাদের হালচিত্র
কেউ ফাঁকা নেই!
আগে বলা হত প্রেমের ফাঁদ পাতা ভুবনে। কিন্তু আজকে প্রেমের ফাঁদ পাতা ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার টালিগঞ্জে। টলিউডের নায়িকারা আজ নামেই সিঙ্গল। এবং নট রেডি টু মিঙ্গল। কারণ প্রায় সবাই এখন বয়ফ্রেন্ডদের কবলে। এখানেই নতুন ট্রেন্ড।
আগে নায়িকাদের সঙ্গে প্রেম হত নায়কদের। ইন্ডাস্ট্রির লোকে মজা করে বলছে ব্যাঙ্ক ব্যালেন্স এবং প্রতিপত্তিতে নায়কদের থেকে পাল্লা ভারী প্রোডিউসর অথবা বিজনেসম্যানদের। তাই প্রাপ্তিযোগেও এগিয়ে তাঁরাই। দু’-একজন ছাড়া কোনও নায়িকারই আজ আর নায়ক বা পরিচালক বয়ফ্রেন্ড নেই। সবাই বিজনেসম্যানদের ‘আর্ম ক্যান্ডি’। বহু অনুরোধের ফলে এই প্রচ্ছদকাহিনিতে সেই নায়িকাদের অনেকের বয়ফ্রেন্ডের নাম ছাপা হল না। ছবিও না। কিন্তু প্রাইভেসিকে রক্ষা করলেও কিছু সত্যি তো লেখাই যায়। আফটার অল সুন্দরী নায়িকাদের লাভ লাইফ… কৌতূহল সর্বত্র…
পাওলি
পাওলির বয়ফ্রেন্ড গুয়াহাটির জনৈক সফল ব্যবসায়ী। এ ব্যাপারে কোনও রাখঢাক রাখেননি ‘হেট স্টোরি’র হিরোইন। সম্পর্ক তৈরি হওয়ার পর থেকেই স্বীকার করেছেন তাঁর বয়ফ্রেন্ডের কথা।
তারকার কথা: এখন কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ত। কিন্তু বিয়ে তো করবই।
বিয়ে কবে: ‘‘আড়াই বছরের আগে অন্তত নয়।’’
উপসংহার: শোনা যাচ্ছে পাওলি এই সম্পর্ক নিয়ে অত্যন্ত সিরিয়াস। আমরা অপেক্ষায় থাকলাম।
তনুশ্রী চক্রবর্তী
তাঁর বয়ফ্রেন্ডও কলকাতার একজন ফিল্ম প্রোডিউসর ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। অবাঙালি। ইন্ডাস্ট্রিতে সবাই তাঁকে চেনে।
তারকার কথা: আমার কোনও বয়ফ্রেন্ড নেই। সে তো আগেই বলেছি।
বিয়ে কবে: ‘‘দু’বছর পর।’’
উপসংহার: তনুশ্রীর বোনের বিয়ে ডিসেম্বরে। তার
পরেই হয়তো সূক্ষ্ম আইনি জটিলতার জট ছাড়িয়ে তোড়জোড় করবেন নিজের বিয়ের।
শ্রাবন্তী
পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে ছাড়াছাড়ির পর শ্রাবন্তীর জীবনে বেশ কিছু দিন অবাঙালি ব্যবসায়ী বয়ফ্রেন্ড। নাম বিক্রম। তিনি শ্রাবন্তীর সঙ্গে আউটডোরেও যান মাঝে মাঝে।
তারকার কথা: নো কমেন্টস। এগুলো নিয়ে কোনও কথাই বলতে চাই না।
বিয়ে কবে: ‘‘নো কমেন্টস।’’
উপসংহার: ঘনিষ্ঠ বন্ধুদের মতে অদূর ভবিষ্যতেই বিয়ে করবেন শ্রাবন্তী। বেস্ট অব লাক।
রাইমা
রাইমা সেন প্রথম জানিয়েছিলেন তাঁর অবাঙালি বয়ফ্রেন্ডের কথা। ইনি কলকাতার হোটেল-ব্যবসায়ী। মুনমুন সেনও যে তাঁর এই নতুন বয়ফ্রেন্ডকে
পছন্দ করেন— স্বীকার করেছিলেন রাইমা।
তারকার কথা: এখনই বিয়ের কথা ভাবছি না। বিয়ে তো করবই।
বিয়ে কবে: ‘‘এখন নয়। এখন এনজয়িং।’’
উপসংহার: রাইমা সেন বলে কথা। তাই উপসংহার টানাটা কঠিন। গুজব, আইনি জটিলতাও রয়েছে। কিন্তু রাইমার বন্ধুবান্ধবদের মতে এই বার সুচিত্রা সেনের নাতনি সম্পর্ক নিয়ে সিরিয়াস। সাম্প্রতিক কালে এই প্রথম।
মিমি চক্রবর্তী
কোনও দিনই তাঁর পার্সোনাল লাইফ নিয়ে রাখঢাক করেননি। সবাই জানে মিমির বয়ফ্রেন্ড হলেন পরিচালক রাজ চক্রবর্তী। একসঙ্গে তাঁরা পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেনও বছরখানেক আগে।
তারকার কথা: আমার বিয়ে তো কাজের সঙ্গে হয়েই গেছে।
বিয়ে কবে: ‘‘ওটা নিয়ে ভাবছি না।’’
উপসংহার: এই সম্পর্ক ছাদনাতলায় গড়ানো উচিত।
পায়েল সরকার
পায়েলের বয়ফ্রেন্ড কে এই নিয়ে ইন্ডাস্ট্রিতে রয়েছে নানা ধোঁয়াশা। তিন-চার জনের নাম শোনা গেলেও তাঁর বয়ফ্রেন্ডদের রেসে নাকি এগিয়ে রয়েছেন এক উঠতি লম্বাচওড়া অভিনেতা।
তারকার কথা: কোনও বয়ফ্রেন্ড নেই। কাজ নিয়ে যা কমিটমেন্ট আছে তাতে এখনই বিয়ে করার প্রশ্ন নেই।
বিয়ে কবে: ‘‘বছর দেড়েক পরে বিয়ের কথা ভাবব।’’
উপসংহার: শেষমেশ কার গলায় মালা দেন সেটা নিয়ে পায়েলের থেকেও বেশি কৌতূহল তাঁর তিন-চারজন তথাকথিত বয়ফ্রেন্ডের।
সায়ন্তিকা
সায়ন্তিকাও নিজের বয়ফ্রেন্ডকে কোনও দিন লুকিয়ে রাখেননি। সবাই জানে সায়ন্তিকার বয়ফ্রেন্ডের নাম। টিভি অভিনেতা জয় মুখোপাধ্যায়।
তারকার কথা: এখন কেরিয়ার নিয়ে প্রচণ্ড ব্যস্ত। তবে এখনও ঠিক আছে যে আমার বয়ফ্রেন্ড, তার সঙ্গেই বিয়ে হবে।
বিয়ে কবে: ‘‘যখন সময় আসবে, তখন হবে।’’
উপসংহার: বহু দিনের সম্পর্ক। ঘনিষ্ঠ বন্ধুরা তবু শেষ অবধি দেখতে চান। দেখতে চান যে ইগো ক্ল্যাশ না হয়ে সম্পর্কটা সুস্থ পরিণতি পেল।
স্বস্তিকা
পার্টি হোক কী প্রিমিয়ার — স্বস্তিকার সর্বক্ষণের সঙ্গী বয়ফ্রেন্ড সুমন মুখোপাধ্যায়। আজকের পার্টি সার্কিটে ‘ভেবলি’ এবং ‘লাল’ হট কাপল।
তারকার কথা: ফোন তোলেননি।
বিয়ে কবে: কেউ জানে না। সাধারণ ধারণায় স্বস্তিকা এখনও আইনি জটিলতা মুক্ত নন।
উপসংহার: ভাঙতে ভাঙতেও এই সম্পর্ক বারবার জোড়া লেগেছে। তাই ভবিষ্যতের দিকে তাকিয়ে গোটা ইন্ডাস্ট্রি।
ঋধিমা ঘোষ
ইন্ডাস্ট্রিতে আসার কিছু দিনের মধ্যেই হয়ে ওঠেন সব্যসাচী চক্রবর্তীর বড় ছেলে গৌরব চক্রবর্তীর গার্লফ্রেন্ড।
তারকার কথা: আমি কখনও আমার বয়ফ্রেন্ড নিয়ে লুকোচুরি করিনি। হ্যাঁ, গৌরব আমার বয়ফ্রেন্ড।
বিয়ে কবে: ‘‘এখনও কোনও ডেট ফিক্স করিনি।’’
উপসংহার: ইন্ডাস্ট্রির সবচেয়ে স্টেডি সম্পর্কগুলোর অন্যতম এই দু’জনের প্রেম। বিয়ে হওয়া উচিত।
সোহিনী সরকার
‘ফড়িং’ এবং ‘ওপেন টি বায়োস্কোপ’য়ের নায়িকাও নিজের বয়ফ্রেন্ডকে লুকিয়ে রাখেননি। তবে ইদানীং নাকি তাঁর স্টেডি বয়ফ্রেন্ড ছাড়াও এক নতুন পুরুষ মডেলে মজেছেন সোহিনী।
তারকার কথা: এখন তো আমার বয়স অল্প। বয়স বাড়লে তখন এ সব নিয়ে ভাবব।
বিয়ে কবে: ‘‘এখন কেন ভাবব!’’
উপসংহার: পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত।
এখনও সিঙ্গেল শুভশ্রী ও পার্নো
শুভশ্রী
দেবের সঙ্গে তাঁর ছিল ড্রিম রোম্যান্স। হঠাৎই সেটা ভেঙে যায়। তার পর মিডিয়াতে দেব সম্পর্কে নানা কথা বলেছিলেন শুভশ্রী। যা নিয়ে দেবের সঙ্গে তিক্ততা প্রচণ্ড বেড়ে গিয়েছে। অথচ বন্ধুরা বলেন সেই সম্পর্ক থেকে এখনও বেরোতে পারেননি তিনি। তাই হয়তো আজও সিঙ্গল।
পার্নো
শোনা যেত পার্নোর বয়ফ্রেন্ড থাকেন আমেরিকায়। একসঙ্গে ছুটি কাটাতে গিয়েওছিলেন সেখানে। কিন্তু গত কয়েক বছর নাকি সেই সম্পর্ক আর নেই। আজ পার্নো ফেমাসলি সিঙ্গল।
সূত্র: আনন্দবাজার
মন্তব্য চালু নেই