কেউ পাবে তো কেউ পাবেনা, তা হবে না : প্রেম বঞ্চিতদের প্রতিবাদ সমাবেশ

‘কেউ পাবে তো কেউ পাবেনা, তা হবে না তা হবে না’- স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রতিবাদী র‌্যালি ও সমাবেশ করেছে প্রেমবঞ্জিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। রোবাবার বেলা সাড়ে ১২টার দিকে প্রেম বঞ্চিত সংঘের ব্যানারে এ প্রতিবাদী র‌্যালী অনুষ্ঠিত হয়।

বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। মিছিল শেষে ভালবাসা বঞ্চিত শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, কিছুু ছেলেরা একসাথে তিন থেকে চারটি প্রেম করছে। এভাবে মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে ধোকা দিলেও তারা বুঝতে পারছে না। কিন্তু তাদের মতো অকৃত্রিম প্রেমের পায়গাম নিয়ে গেলে মেয়েরা সাথে সাথে প্রত্যাখান করেন বলে জানান তারা।

বক্তারা আরও বলেন, পারিবারিক অসচ্ছলতার কারণে মোটরবাইক না থাকায় এবং মেয়েদের চাহিদামত অর্থব্যয় করতে সমর্থ না হওয়ায় আমাদের প্রেম হচ্ছে না। প্রেম মৌল-মানবিক চাহিদা। এখানে সবার সমান অধিকার হওয়া উচিত বলে জানান তিনি।



মন্তব্য চালু নেই