‘কৃষ্ণপক্ষ’ দেখেনি মাহি!

গতকাল মুক্তি পেয়েছে মেহের আফরোজ শাওনের প্রথম চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’। দেশজুড়ে ষোলটি প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। শাওনসহ ছবির কলাকুশলীরা হলে গিয়ে দর্শকদের সঙ্গে উপভোগ করেছেন সিনেমাটি। দর্শকরাও ভিড় করছেন ছবিটি দেখতে। হলে নেই শুধু ছবির অন্যতম প্রধান চরিত্র মাহি। কোথায় তিনি? জানা গেলো বন্ধুদের নিয়ে ঢাকার বাইরে ঘুরতে বেরিয়েছেন।

মুঠোফোনে জানালেন, ছবিটি হলে গিয়ে এখনো দেখিনি। আমি ঢাকার বাইরে আছি। ফিরবো পরশু।’ ফিরে দেখবে কিনা? সেটাও ঠিক নিশ্চিত করে বলতে পারলেন না। জানালেন ‘সেটা ঢাকায় ফেরার পর পর বলতে পারবো।’

উল্লেখ্য, বর্তমানে দিপঙ্কর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন মাহি। ছবিটির ৯০ ভাগ কাজ শেষ। বাকি ১০ ভাগের শুটিং শিগগিরই শুরু হবে। অন্যদিকে সম্প্রতি বদিউল আলম খোকনের ‘হারজিৎ’ নামে নতুন আরেকটি সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করছেন সজল।



মন্তব্য চালু নেই