কৃষ্ণচূড়া
কৃষ্ণচূড়া
মোঃ মোসাদ্দেক হোসেন
লালের আভায় ছবি একেঁছে
নিখুঁত আঁকা যেন,
রূপের ছোয়ায় প্রকৃতি তার
তুমি কি তা জানো?
রঙা লালে বৈশাখেতে
ঝরছে যেন আগুন,
গ্রীষ্ম এলেও উত্তাপেতে
পড়ে মনে ফাগুন।
সবুজ পাতা ধুসর দেহে
রাঙা কৃষ্ণচূড়া,
গা এলিয়ে মৃদ্যু হাওয়ায়
দিচ্ছে হৃদয় নাড়া।
পথের মাঝে আগুন লালে
ঝরা পাঁপড়ি পাতা,
সেই রঙে রাঙা হয়
খোকন সোনার খাতা।
মন্তব্য চালু নেই