দিনাজপুরে কৃষি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ
কৃষি’র উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়
কৃষি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ বলেছেন,কৃষি’র উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার কৃষি খাতে পর্যাপ্ত ভূত্তুর্কী প্রদান করছে। কৃষি উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে সরকার
তিনি আজ শুক্রবার দুপুরে দিনাজপুর গম গবেষণা কেন্দ্র পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। কৃষি সচিব বলেন, কৃষি সংশ্লিষ্ট সকলকে পানির অপচয় কমিয়ে ফসল উৎপাদনে নজর দিতে হবে। সেচ কম লাগে এমন ফসল উৎপাদন করতে হবে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের মহা পরিচালক ড. মো. রফিকুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সৌমেন সাহা, দিনাজপুর গম গবেষণা কেন্দ্রের পরিচালক ড.পরিতোষ কুমার মালাকার সহ অন্যরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে রংপুর বিভাগের ৮টি জেলার শতাধিক কৃষি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, গবেষক,কৃষক প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেয়।
এর আগে কৃষি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ দিনাজপুর গম গবেষণা কেন্দ্র ঘুরে দেখেন।
মন্তব্য চালু নেই