কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গার্মেন্টস কর্মীকে নির্যাতন (ভিডিও)
কু-প্রস্তাবে রাজি না হওয়ায় মহানগরীর কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর এলাকায় জোৎস্না আক্তার (৪০) নামে এক নারী পোশাক শ্রমিককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে একই এলাকার মো. জালাল উদ্দিনের বিরুদ্ধে।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। জোৎস্না কালিয়াকৈর উপজেলার চোট লতিফপুর এলাকার বুলবুল মিয়ার স্ত্রী।
ওই নারীর পরিবার সুত্রে জানা যায়, উপজেলার লতিফপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. জালাল উদ্দিন দীর্ঘদিন ধরে ওই নারীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। তার এ প্রস্তাবে রাজি না হওয়ায় জালাল ক্ষুব্ধ হয়ে সোমবার দুপুরে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে জোৎস্নার বাড়িতে ঢুকে তাকে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে তাকে মূমূর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে জোৎস্না আক্তার বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই জালাল উদ্দিন আমাকে উত্যক্ত করে আসছে।’
এ ব্যাপারে অভিযুক্ত জালাল উদ্দিন ঘটনা অস্বিকার করে বলেন, ‘তাকে কু-প্রস্তাব দেয়ার বিষয়টি মিথ্যা।’
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। এ ঘটনায় তদন্ত করে প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য চালু নেই