কুড়িয়ে পাওয়া গাছে ১৪ কেজি ওজনের মিষ্টি কুমড়া!
কুমিল্লার চৌদ্দগ্রামে কুড়িয়ে পাওয়া গাছে ১৪ কেজি ওজনের কয়েকটি মিষ্টি কুমড়া ধরেছে। ঝুলন্ত গাছে ১৪ কেজি ওজনের মিষ্টি কুমড়া দেখতে উৎসুক মানুষ ভীড় জমিয়েছে।
চৌদ্দগ্রাম পৌরসভার দক্ষিণ ফালগুনকরা গ্রামের রুপ হোসেন রুকু জানান, তিনি চার মাস আগে রাস্তার পাশে মিষ্টি কুমড়ার একটি চারা গাছ কুড়িয়ে পান। পরে তিনি সেটি নিয়ে বাড়ির পাশে রোপন করে। পর্যাপ্ত পরিচর্যার কারণে বর্তমানে গাছটিতে প্রচুর কুমড়া ধরেছে। এরমধ্যে ১৪ কেজি ওজনের ৭ টি কুমড়া নিজেরা খেয়েছেন। ৫টি কুমড়া বিক্রি করেছেন। গাছে আরও অসংখ্য ছোট-বড় কুমড়া রয়েছে। বুধবার সকালে তিনি ৯ কেজি ওজনের একটি কুমড়া চৌদ্দগ্রাম বাজারে বিক্রি করতে নিয়ে আসেন।
মন্তব্য চালু নেই