কুড়িগ্রাম সীমান্তে ভারতের উন্নয়নমূলক কাজে বিজিবি-বিএসএফ পর্যায়ে যৌথ পরিদর্শন

কুড়িগ্রাম প্রতিনিধি: সীমান্তের দেড়শ’ গজের মধ্যে ভারতীয় বিএসএফ’র উন্নয়নমূলক কাজ পর্যালোচনার জন্য ভারতীয় সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ পর্যায়ে যৌথ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম সীমান্ত এলাকার ৯৭৮/৫-এস’র নিকট ভারতের অভ্যন্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের ৬ সদস্যের প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেন কুড়িগ্রাম-৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল মোঃ জাকির হোসেন। অপরদিকে ভারতীয় ১০১ বিএসএফ ব্যাটলিয়নের ১১ সদস্য দলের পক্ষে নেতৃত্ব দেন কমান্ড্যান্ট এসকে রুদ্র। উভয় পক্ষ সীমান্ত এলাকায় বিধি মেনে ভারতের উন্নয়নমূলক কাজের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন। ফলপ্রসু আলোচনা শেষে সৌহার্দ্যপূর্ণভাবে যৌথ পরিদর্শন শেষ হয়।



মন্তব্য চালু নেই