কুড়িগ্রাম সদর হাসপাতালের সেবার মানউন্নয়নে সনাকের মতবিনিময় সভা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর হাসপাতালের স্বচ্ছতা জবাবদিহিতা ও স্বাস্থ্য সেবার মানউন্নয়নে সেবাদাতা ও সেবা গ্রহীতাদের নিয়ে এক মতবিনিময় সভা মঙ্গলবার কুড়িগ্রাম সদর হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয়।

টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) কুড়িগ্রাম এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ অজয় কুমার রায়।

সিনিয়র সনাক সদস্য একেএম সামিউল হক নান্টু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহিনুর ইসলাম সর্দার শিপন, ডাঃ সুভাষ চন্দ্র রায়, সুপ্র সভাপতি চাষী নুরন্নবী সরকার, অবসরপ্রাপ্ত শিক্ষক আফতাব উদ্দিন, সুনীল চন্দ্র বর্মণ, মোহসিনা রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সনাক সহ-সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু।

অনুষ্ঠানে সেবা গ্রহীতাদের বিভিন্ন সমস্যা নিয়ে ৪২টি প্রশ্ন উত্থাপন করা হয়। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রশ্নের উত্তরের পাশাপাশি সমস্যা সমাধানের আশস দেয়া হয়।



মন্তব্য চালু নেই