কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিকের মৃত্যুবার্ষিকী পালন

কুড়িগ্রাম প্রতিনিধি: প্রথিতযশা সাংবাদিক ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর আবু বকর সিদ্দিকের ১৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা মঙ্গলবার সন্ধ্যায় কুড়িগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক একেএম সামিউল হক নান্টু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানিক চৌধুরী, সাংবাদিক আবু বকর সিদ্দিকের ভাইপো ডা. আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম ছানালাল বকসী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, সাংবাদিক আহসান হাবীব নীলু, রেজাউল করিম রেজা, ইউনুছ আলী, দুলাল বোস, হুমায়ুন কবির সূর্য্য প্রমূখ। কুড়িগ্রাম প্রেসক্লাব অনুষ্ঠানের আয়োজন করে।



মন্তব্য চালু নেই