কুড়িগ্রাম চরাঞ্চলে মিষ্টিকুমড়া চাষ সম্প্রসারণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ অনাবাদি চরে অভিযোজনের মাধ্যমে মিষ্টি কুমড়া চাষ সম্প্রসারণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা মঙ্গলবার কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মকবুল হোসেন, প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক প্রমুখ।

বক্তারা বলেন, জেলার ২ শতাধিক চরের অনাবাদি বালু জমিতে কুমড়া উৎপাদনের ব্যাপক সম্ভবনাকে কাজে লাগাতে পারলে দরিদ্রতা থেকে মুক্তি পাবে চরাঞ্চলের মানুষ। প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ এ কার্যক্রম শুরু করায় দরিদ্র ও ভুমিহীন মানুষেরা আশার আলো দেখতে শুরু করেছে। আগামীতে সকল চরাঞ্চলগুলোকে কুমড়া চাষের আওতায় এনে উৎপাদিত কুমড়া দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করার মধ্যদিয়ে বাজারজাত করে ন্যায্য মূল্য পাওয়ার নিশ্চয়তা দিচ্ছে প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ।



মন্তব্য চালু নেই