কুড়িগ্রামে ১২৫ কেজি গাজাসহ ট্রাক ও ড্রাইভার আটক
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে ১২৫ কেজি গাজাসহ ট্রাক ও ড্রাইভার হারুন অর রশীদ (৩২) কে আটক করা হয়েছে। সোমবার ভোররাতে রাজারহাট উপজেলার সেলিমনগর এলাকা থেকে তাদেরকে আটক করে কুড়িগ্রাম ডিবি পুলিশ।
ডিবি পুলিশের ওসি মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাত ৩টা ৪৫ মিনিটে কুড়িগ্রাম থেকে রংপুর গামী ট্রাক (নম্বর-ঢাকা মেট্রো-ট-১৪-৫৯৩২) চ্যালেঞ্জ করা হয়। পরে আটককৃত ট্রাকের পিছনে ত্রিপলের ভিতরে সংরক্ষিত ১০টি বস্তায় ১২৫ কেজি গাজা উদ্ধার করা হয়। এসময় ট্রাক ও ড্রাইভারকে আটক করা হয়। আটক ড্রাইভার হারুন অর রশীদ জয়পুরহাট পৌরসভার গুলশানমোড় এলাকার দক্ষিণ বুলুপাড়ার মৃত: ইউনুছ আলীর পূত্র। আটককৃত গাজার বাজার মূল্য লাখ সাড়ে ১২ লাখ টাকা।
মন্তব্য চালু নেই