কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনায় ট্রাফিক কনেস্টেবল নিহত
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে চওড়াহাট বাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাফিক কনস্টেবল মজিবর রহমান (৫৩) ঘটনাস্থলে নিহত হয়েছেন। এসময় আহত অপর দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, জেলার রাজারহাট উপজেলার চওড়ারহাট বাজারে কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি মিনিবাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটর সাইকেলে থাকা তিন আরোহী রাস্তায় পড়ে যান। এসময় মিনিবাসটির চাকার নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মজিবর রহমান ঘটনাস্থলেই নিহত হন। ঘাতক বাসটিকে জনতা ধাওয়া করলেও সেটি দ্রুত স্থান ত্যাগ করে।
নিহত মজিবর রহমান লালমনিরহাটের পাটগ্রাম থানায় ট্রাফিক কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন এবং সম্প্রতি তিনি খুলনা রেঞ্জে বদলীর আদেশ পান। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার শটিবাড়ী এলাকার শ্রীপুর গ্রামের মৃত: আকবর আলীর পূত্র।
সহকারী পুলিশ সুপার (সার্কেল এ) সনাতন চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত পুলিশ কনস্টেবল মজিবর রহমানের মরদেহ সদর থানায় নেওয়া হয়েছে।
মন্তব্য চালু নেই