কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একজন নিহত: আহত ১
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম-রংপুর সড়কের আগমনি বাজারের কাছে সড়ক দুর্ঘটনায় এক মটর সাইকেল চালক হাছেন আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
আহত হয়েছে আমিনুল ইসলাম (৩৫) নামে এক মেম্বার প্রার্থী। তাকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামগামী একটি নাইট কোচ বাংটুর ঘাটগামী মোটর সাইকেলটিকে পিছন থেকে চাপা দিলে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর থেকে সকাল সোয়া ১১টা পর্যন্ত সময়ে ঐ রাস্তা দিয়ে সকল প্রকার যানবাহন চলালাচল বন্ধ রয়েছে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ জমির উদ্দিন জানান, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ পুরস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। গুরুত্বর আহত আমিনুলকে প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য চালু নেই