কুড়িগ্রামে সাড়ে ১১ লাখ টাকার গাজা উদ্ধার: গ্রেপ্তার ২
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম পুলিশ রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে বুধবার ২ মন ৩৫ কেজি ওজনের গাজা উদ্ধার করে। যার মূল্য প্রায় সাড়ে ১১ লাখ টাকা। এসময় গাজা ব্যবসার সাথে জড়িত মজনু মিয়া (৫৫) ও গোলজার হোসেন (৫০) কে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারি পুলিশ মাসুদ আলম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল বুধবার ভোররাতে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পুরাণ ছিনাই বাজার মোড় থেকে ৯ বস্তা গাজাসহ মজনু মিয়া ও গোলজার হোসেনকে আটক করে।
এসময় তাদের সঙ্গে থাকা অপর তিন/চার জন সঙ্গি পালিয়ে যায়। ধৃত মজনু মিয়া খেদাবাগ গ্রামের মৃত: আব্দুল গফুরের পূত্র ও একই গ্রামের আজিমুদ্দিনের পূত্র গোলজার হোসেন। তারা দীর্ঘদিন থেকে ভারত থেকে আনা অবৈধ মাদকদ্রব্য দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।
ঘটনার দিন ৯টি বস্তায় ১১৫ কেজি গাজা পিকআপ ভ্যানযোগে পাচারের উদ্দেশ্যে রংপুর-কুড়িগ্রাম সড়কের পুরাণ ছিনাই মোড়ে সমবেত হয়।
মন্তব্য চালু নেই