কুড়িগ্রামে সহস্রাধিক শিক্ষার্থীকে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ
কুড়িগ্রাম প্রতিনিধি: দুর্নীতি বিরোধী সপ্তাহ উপলক্ষে কুড়িগ্রামে ব্যতিক্রমভাবে সহ¯্রাধিক শিক্ষার্থীকে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করানো হল। শনিবার কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শপথ বাক্য পাঠ করে শোনান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ.কে.এম সামিউল হক। পরে বিদ্যালয় সভাকক্ষে প্রধান শিক্ষক সাদেক সিদ্দিকী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষার্থী জগন্নাথ পাল, শিশির মাহমুদ, সামস বিন নাহিদ, দেবাশিষ সরকার, শিক্ষক এনামুল হক, গোলাম মোস্তফা, দুপ্রক সদস্য আব্দুল বাতেন সরকার, অধ্যাপক আফতাব উদ্দিন প্রমূখ।
বক্তারা জানান, শিশুরাই পারে দুর্নীতিমুক্ত আগামীর বাংলাদেশ গড়তে। এজন্য মনদিয়ে লেখাপড়া করা, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া, পিতা-মাতাকে সম্মান করা, সত্য কথা বলা ও অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। দেশকে ভালবেসে উচ্চ শিক্ষার মাধ্যমে নিজেকে সুশিক্ষিত করে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে হবে।
মন্তব্য চালু নেই