কুড়িগ্রামে শীতার্ত মানুষের পাশে এসএসসি-৯৭ ব্যাচের শিক্ষার্থীরা

কুড়িগ্রাম সংবাদদাতা : যদিও শীত এখনও তেমনটা কুড়িগ্রামের এ অঞ্চলে জেঁকে বসেনি। তবুও ‘মানুষ মানুষের জন্য’ এ শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের‘৯৭ এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা তাদের নিজস্ব অর্থায়নে ৫শতাধিক হতদরিদ্র দু:স্থ মানুষের মাঝে আগাম কম্বল বিতরণ শুরু করে।

শুক্রবার সকালে কুড়িগ্রাম পৌরসভা মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র আব্দুল জলিল।এসময় প্যানেল মেয়র তোঁতা মিয়া,প্রেসক্লাবের সাংবাদিক রাজু মোস্তাফিজ,অ্যাডভোকেট আহসান হাবীব নীলু,১৯৯৭ এসএসসি ব্যাচের শিক্ষার্থী বর্তমান মানবজমিন পত্রিকার কুড়িগ্রাম জেলা স্টাফ রিপোর্টার মিজানুর রহমান মিন্টু,তুষার মাহমুদ, ডাঃ আল-আমিন মাসুদ, ব্যবসায়ী রিন্টু সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই