কুড়িগ্রামে রেসলিং প্রতিভা অন্বেষণ প্রশিক্ষণ কর্মসূচি শুরু
কুড়িগ্রাম প্রতিনিধিঃ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্ষুদে রেসলারদের কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ প্রদানের লক্ষ্যে কুড়িগ্রাম স্টেডিয়ামে অনূর্ধ-১৬ বছররের কিশোর-কিশোরীদের নিয়ে ১০দিন ব্যাপি রেসলিং প্রতিভা অন্বেষণ কর্মসূচি শুরু হয়েছে। রোববার কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের আর্থিক সহায়তায় প্রাথমিকভাবে জেলার তৃণমূল পর্যায় থেকে ২৯ জন কিশোর ও ১৬ জন কিশোরী অংশগ্রহন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নির্বাহী সদস্য আব্দুল মতিন, হুমায়ুন কবির সূর্য্য, রেজাউল করিম রাজু, জাতীয় কুস্তি প্রশিক্ষক আশরাফ আলী, ক্রীড়া সংগঠক জালাল হোসেন লাইজু প্রমুখ।
প্রাথমিকভাবে যাচাই-বাছাই শেষে রেসলিং প্রশিক্ষণের জন্য ১০জন কিশোর ও ১০ জন কিশোরীকে অনুশীলনের জন্য চুড়ান্তকরণ করা হয়। প্রতিদিন দু’বেলা এই প্রশিক্ষণ কার্যক্রম আগামী ২২ নভেম্বর পর্যন্ত চলবে।
মন্তব্য চালু নেই