কুড়িগ্রামে মহান বিজয় দিবসে ২০জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় ৪৫তম মহান বিজয় দিবস পালিত। এ দিবসের দ্বিতীয় প্রহরে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও শারিরিক কসরত অনুষ্ঠিত ২০জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিতরা হলেন-মোঃ নইমুদ্দি, শামসুল হক, আহাদ আলী, আব্দুল সালাম চৌধুরী, আব্দুল মালেক, শ্রী অনিল চন্দ্র বর্মন, শাহজাহান আলী, হুমায়ূন কবীর, আজিজার রহমান, আব্দুল খালেক, এটিএম শাহজাহান মানিক, সিরাজুল ইসলাম, এসএম আব্দুল রাজ্জাক, মোজাম্মেল হক, শহিদুল হক, আব্দুল বারী মন্ডল, হযরত আলী, সোহরাব আলী, আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ আলী।

জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, পুলিশ সুপার মেহেদুল করিম, জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, হারুন অর রশীদ লাল, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, প্রেস ক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু’র উপস্থিতে ক্রেস্ট, ফুল ও সনদ দিয়ে সংবর্ধিত করা হয়।



মন্তব্য চালু নেই