কুড়িগ্রামে ভূমি সেবা সপ্তাহ পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খান মো: নুরুল আমিন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রফিকুল ইসলাম সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আকতার হোসেন আজাদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল লতিফ খান, সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ আলম, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, প্রেস ক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু প্রমুখ।

জেলা প্রশাসক খান মো: নুরুল আমিন জানান,ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার বদ্ধ পরিকর। ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং গতিশীলতা আনায়নের জন্য সরকার প্রতি বৎসর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ‘ভূমি সেবা সপ্তাহ’ পালন করার সিদ্ধান্ত নিয়েছে। এখন কুড়িগ্রামে ভুমি সংকান্ত ভিন্ন সেবা ঘরে বসে পাওয়া যায়। ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে নির্ধারিত ফি দিয়ে অন-লাইনের মাধ্যমে আবেদন করা যায়। এ সেবা এক সপ্তাহের মধ্যে পৌঁছে দেয়া হয়। দুর্নীতি, অনিয়ম ও আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে সরকার এ মহতি উদ্যোগ গ্রহন করেছে। এসব বিষয় মানুষকে জানাতে সেবা সপ্তাহের আয়োজন।



মন্তব্য চালু নেই